Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভবিষ্যত পরিকল্পনা

বাড়ী বাড়ী পরিদর্শনের মাধ্যমে পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছেদেয়া অব্যাহত রাখা ও জোরদারকরণ ;

মা ও শিশু স্বাস্থ্যের উন্নয়নে এ বিভাগে প্রতিমাসে ৪০০৪ টিস্যাটেলাইট ক্লিনিকের আয়োজন করা হচ্ছে। এছাড়া ১৪ টি মা ও শিশু কল্যাণ কেন্দ্র , ৫৯টি উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের এমসিএইচ-এফপি ইউনিট এবং ৪৫৯টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্রে পরিবার পরিকল্পনা, মা ও শিশু এবং প্রজনন স্বাস্থ্য সেবার মান উন্নয়ন ও সেবা প্রাপ্তি নিশ্চিত করা ;

প্রত্যমত্ম এলাকায় যেমন : নদীসিকস্থ্,উপকুলীয় এলাকা এবং দূর্গম ও যেসব উপজেলায় স্থায়ী ও দীর্ঘমেয়াদী পদ্ধতি প্রদান করার জন্য কোনো মেডিক্যাল অফিসার নেই সে সমসত্ম এলাকায় মেরী স্টোপস ক্লিনিক সোসাইটিরRoving Team-এর মাধ্যমে তাদের নিজস্ব জনবল ও যানবাহনের সাহায্যে পরিবার পরিকল্পনা সেবা প্রদান নিশ্চিত করা ;

কিশোর কিশোরীদের প্রজনন স্বাস্থ্যসেবা প্রদানের লÿ্য সকল সেবা কেন্দ্রকে পর্যায়ক্রমেকিশোর কিশোরী বান্ধব করা ;

নববিবাহিত ও এক সমত্মানের দম্পতিদের জন্য পরিবার পরিকল্পনা, মা-শিশু স্বাস্থ্য, নিরাপদ মাতৃত্ব, পুষ্টি, প্রজনন স্বাস্থ্য ওজন্মবিরতিকরণ বিষয়ে উপজেলা পর্যায়ে উদ্বুদ্ধকরণ সভা আয়োজন করা ;

পরিবার পরিকল্পনা, মা-শিশু স্বাস্থ্য বিষয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, প্রামাণ্য চিত্র, টিভি নাটক, টিভি স্পট, টিভি ম্যাগাজিন অনুষ্ঠান, ভ্রাম্যমান ভ্যানেপ্রচার করা ;

বাংলাদেশ টেলিভিশন, বেসরকারি টিভি চ্যানেল, বাংলাদেশ বেতার এবং বেসরকারি এফ এম রেডিওচ্যানেলেরমাধ্যমে পরিবার পরিকল্পনা, মা-শিশু স্বাস্থ্য বিষয়ে প্রচার কার্যক্রম শুনতে জনগোষ্ঠীকে উদ্বুদ্ধকরা।;

পরিবার পরিকল্পনা কার্যক্রম সুষ্ঠুভাবে বাসত্মবায়নের জন্য মাঠপর্যায়ে একটি কার্যকরী মনিটরিং ওসুপারভিশন ব্যবস্থা গড়ে তোলা হবে।